হল-ক্যাম্পাস খুলতে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২১ ২১:২৬; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২১:২০

হল-ক্যাম্পাস খোলার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (০২ জুন) বিশ্ববিদ্যালয় সিনেট ভবন ও প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচী পালন করে তারা।

এই সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের গেটে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশের শুরুতে বিশ্ববিদ্যালয় এর প্রশাসনের পক্ষ থেকে বাধার সম্মুখীন হয় সাধারণ শিক্ষার্থীরা, তাদের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে প্রশাসন ভবনের মেইন গেটে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

অবস্থান চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বলেন, আমাদের দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন রেখে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হচ্ছে, তারা বলে দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম থেকে বাইরে থাকলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের কোন খোঁজ খবর রাখা হয় নি কিংবা বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কোন রকম কার্যকর পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেয়া হয়নি।

শিক্ষার্থীরা উক্ত সমাবেশ থেকে আগামীকাল সকাল দশটায় সিনেট ভবনের সামনে অব স্থান কর্মসূচীর ডাক দেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসুমা, হাবিবা, মারুফ, লিখন,মাহফুজ, রেজাউল এবং আরো অনেক শিক্ষার্থী।

উক্ত সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।
দফা সমূহ:
১. স্বাস্থ্যবিধি মেনে হল ও ক্যাম্পাস খুলে দিতে হবে।
২. স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন বর্ষের আটকে থাকা পরিক্ষাগুলো নিতে হবে।
৩. সংক্ষিপ্ত সময়ে সকল বর্ষের ক্লাশ ও পরিক্ষা নিতে হবে।
৪. সেশন জট এড়াতে কার্যকর সকল প্রদক্ষেপ গ্রহন করতে হবে।
৫. বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ভ্যাক্সিনেশনের আওতায় আনতে হবে।
৬. শিক্ষার্থীদের জন্য করোনা ইউনিট ও আইসোলেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top