স্ব-শরীরেই রাবির পরীক্ষা, শুরু ২০ জুনের পর

কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ৩ জুন ২০২১ ২০:০৩; আপডেট: ৩ জুন ২০২১ ২০:৩৭

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থগিত হওয়া পরীক্ষা সমূহ আগামী আগামী ২০ জুনের পর থেকেই শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আহমেদ রাজটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার (০৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, বিভাগ সভাপতিদের সম্মিলিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

তিনি জানান বৈঠকে, ২০ জুনের পর ২০১৯ সালের স্থগিত পরীক্ষা সমূহ, আগামী ৪ জুলাই এর পর ২০২০ সালের পরীক্ষা সমূহ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি আরো জানান, পরীক্ষা সমূহের রুটিনের বিষয়ে স্ব স্ব ডিপার্টমেন্ট তাদের একাডেমিক মিটিং এ সিদ্ধান্ত নিবে। 

স্থগিত পরীক্ষা সমূহ স্ব-শরীরেই নেয়া হবে বলে জানান তিনি। এছাড়া পরীক্ষা চলাকালীন হলসমূহ বন্ধ থাকবে বলেও জানান তিনি।

 

  • এসএইচ 


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top