দুর্গম এলাকায় বই সরবরাহ করে সফল উদ্যোক্তা রাবি শিক্ষার্থী সম্পদ সাহা

কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ৩ জুন ২০২১ ২১:৪৬; আপডেট: ৩ জুন ২০২১ ২১:৪৮

রাজটাইমস ডেস্ক

সম্পদ চন্দ্র সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। মহামারী করোনায় যখন বিশ্ববিদ্যালয় বন্ধ তখন নিজের অর্জিত একাডেমিক শিক্ষাকে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হলেন তিনি। আজ আমরা কথা বলব তার সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন রাজ টাইমস এর বিশ্ববিদ্যালয় কন্ট্রিবিউটর মেহজাবিন জান্নাত।

রাজ টাইমস: ব্যবসার শুরুর দিকের গল্পটা যদি বলতেন?

সম্পদ চন্দ্র সাহা: কোভিভ-১৯ এর কারণে লকডাউনে যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয় তখন আশেপাশে অনেককে অনলাইনে বিজনেস করতে দেখতাম। যা থেকে আমারও কিছু করার ইচ্ছে হয়।

রাজ টাইমস: কোন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন?

সম্পদ চন্দ্র সাহা: প্রায় ভাবতাম কি পণ্য নিয়ে শুরু করব,  কিন্তু যখনই যা মাথায় আসতো তার আগে সেগুলোর ঝুঁকিগুলো মাথায় ঘুরপাক খেত। যেহেতু আমি একজন ফাইন্যান্সের স্টুডেন্ট ঝুঁকি নিয়ে কিছুটা আমার ধারণা আছে সেহেতু ভাবলাম মুনাফা করতে হলে ঝুঁকি অবশ্যই গ্রহণ করতে হবে বসে থাকলে তো আর মুনাফা আসবে না। আমাদের সন্দ্বীপের (একটা দ্বীপ) লাইব্রেরিগুলোতে গেলে দেখতাম সেখানে একাডেমিক বই ছাড়া অন্য কোন বই পাওয়া যেত না তখন মাথায় আসলো বিভিন্ন ধরনের বই নিয়ে কাজ করলে কেমন হয়! যেহেতু সন্দ্বীপে বিভিন্ন সাহিত্যিক বই, এডমিশন টেষ্ট বই, জব প্রিপারেশনের বই, ইসলামিক বই এবং সনাতনী বিভিন্ন গ্রন্থ পাওয়া যায় না তাই এইসব বই নিয়ে কাজ করার জন্য আগ্রহী হই। এই ভাবনা থেকে একদিন বিষয়টা নিয়ে আবুল হায়দার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক অমিত রায়ের সাথে পরামর্শ করি এবং উনাকে আমার সাথে বিজনেস করার জন্য অনুরোধ করি।স্যার বিষয়টা নিয়ে আমার সাথে সহমত প্রকাশ করেন এবং জানান উনার একজন স্টুডেন্ট রাবেয়া বসরীও আমাদের সাথে কাজ করতে চাই বলে আমাকে জানান। সেই থেকে তিনজন মিলে ২১০০০ টাকা পূঁজি নিয়ে ব্যবসা শুরু করি।

আমরা সন্দ্বীপ অনলাইন বুক কর্নার নামে একটা পেইজ খুলছিলাম কিন্তু পেইজ বোস্ট করা ছাড়া পোস্টগুলো রিচ হতো না তাই বিকল্প হিসেবে একই নামে একটা পাবলিক গ্রুপ খুলি যাতে আমরা ভালোই সাড়া পেতে থাকি।

যেহেতু আমাদের বিজনেসটা সন্দ্বীপের (একটা দ্বীপ অঞ্চল) বইপ্রেমীদের ঘিরে তাই আমাদের বইগুলো আসতো নদী পথে। আমাদের প্রথম চালানের বই ঢাকা থেকে আসতে সময় লেগেছিল ১০ দিনের মতো যেখানে স্বাভাবিক সময় লাগে ৩-৪ দিন। একবার নদী পথে চালানের বইয়ের বোট নষ্ট হয়ে যায় এবং গ্রাহকদের বইগুলো সেইবার  ডেলিভারি দিতে বিলম্ব হয়েছিল।

রাজ টাইমস: নতুন উদ্যোক্তারা এই ধরণের ব্যবসায় আসতে চাইলে তাদের জন্য আপনার পরামর্শ কী?

সম্পদ চন্দ্র সাহা: যদি নতুন কোন উদ্যোক্তা বইয়ের ব্যবসায় আসতে চাই তাহলে প্রথমে অধিক মুনাফার চিন্তা মাথায় থেকে বাদ দিতে হবে কারণ বইয়ের ব্যবসাটা হচ্ছে সীমিত মুনাফা  এবং একটা সেবা ভিত্তিক বিজনেস।

রাজ টাইমস: উদ্যোক্তা জীবন সফল হতে কাদের ভূমিকা বেশি ছিল?

সম্পদ চন্দ্র সাহা: একজন উদ্যোক্তা হিসেবে আত্ম প্রকাশ করতে আমার মা আমাকে সহযোগিতা করেন তার স্বল্প সঞ্চিত টাকা আমার হাতে তুলে দিয়ে।

রাজ টাইমস: বর্তমান প্রেক্ষাপটে আপনার ব্যবসা নিয়ে পরিকল্পনা কী?

সম্পদ চন্দ্র সাহা: বর্তমান প্রেক্ষাপটে ব্যবসাটা নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে তার মধ্যে হচ্ছে ব্যবসাটাকে আমি সারাদেশব্যাপী সম্প্রসারণ করতে চাই।

রাজ টাইমস: উদ্যোক্তা জীবনের শুরু কতদিন ধরে এবং রেভিনিউ কেমন?

সম্পদ চন্দ্র সাহা: ব্যবসাটা আমরা শুরু করি ২০২০ সালের জুলাই ১১ তারিখ থেকে এবং এই পর্যন্ত আমাদের মোট রেভিনিউ ২ লক্ষতে পৌঁছে।

রাজ টাইমস: আপনার ভবিষ্যৎ পরিকল্পরা নিয়ে জানতে চাই

সম্পদ চন্দ্র সাহা: যেহেতু পড়াশোনা করছি ভবিষ্যতে একটা সরকারি জবের পাশাপাশি একটা নিজস্ব বিজনেস করার ইচ্ছে আছে।

রাজ টাইমস: জনাব, সম্পদ আপনাকে ধন্যবাদ।

সম্পদ চন্দ্র সাহা: রাজ টাইমস কেও অশেষ ধন্যবাদ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top