সীমিতভাবে খুলছে রাবির অফিস, তবে হচ্ছে না পরীক্ষা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ জুন ২০২১ ২৩:৫৫; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৫

আগামী ২০ জুন (রবিবার) থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সমূহ সীমিত পরিসরে খোলা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে অফিস সমূহ সকাল ৯.০০ টা থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর ড. আজিজুর রহমানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এ সময় অফিস প্রধানগণ তাদের প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে ডিউটি রোটা তৈরি করবেন এবং সে অনুযায়ি প্রয়োজনীয় কার্য পরিচালনা করার নির্দেশনাও দেয়া হয়।

এদিকে, সীমিত পরিসরে অফিস সমূহ খুললেও বিশ্ববিদ্যালয়ের স্থগিত থাকা পরীক্ষা গুলো হচ্ছে না। খোঁজ নিয়ে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ থেকে পরীক্ষা গ্রহণে রুটিন দেয়া হয়েছিল সেসব বিভাগ সমূহ তাদের পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, যেসব বিভাগ ইতিমধ্যে পরীক্ষার রুটিন ঘোষণা করেনি, তারাও পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রসঙ্গত, রাজশাহীতে করোনা সংক্রমনের প্রকোপ বেড়ে যাওয়ায় সিটি কর্পোরেশন এলাকায় ১১ জুন থেকে ২ দফায় লক-ডাউন দেয়া হয়েছে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top