৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ জুন ২০২১ ০৩:০১; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:৩১

ফাইল ছবি
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতির কারণে চিকিৎসক নিয়োগের ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক (ভাইভা) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) এ কথা জানিয়েছে।
 
এতে বলা হয়, কোভিড -১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৭ জুন (রোববার) থেকে স্থগিত করা হলো।
 
সংশ্লিষ্ট সকলকে স্থগিত মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
এর আগে গত ২৩ মে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল।
 
করোনাভাইরাস মহামারীর প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়।
 
পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ৬ হাজার ২২ জন।


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top