এবার ভিসির বাসভবন ছেড়ে রাস্তা অবরোধ নিয়োগপ্রাপ্তদের

কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ২৪ জুন ২০২১ ০১:৪৮; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১৫

বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান।

চাকরি নিশ্চিত ও যোগদানের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা এবার উপাচার্যের সামনের বাসভবন ছেড়ে প্যারিস রোড়ে অবস্থান নিয়েছে। বুধবার (২৩ জুন) দুপুর ৩ টার দিকে তাদের রাস্তা অবরোধ করার দৃশ্য দেখা যায়।

এর আগে মঙ্গলবার (২২ জুন) উপাচার্যের বাসভবনের সামনে সারারাত অবস্থান কর্মসূচী চালিয়ে যায় তারা।

অবস্থান কর্মসূচী পালনকারীদের মধ্যে একজন মতিউর মর্তুজা বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে এসেছি। চাকরী নিশ্চায়নের ঘোষণা নিয়ে এখান থেকে যাব, তার আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব।

আরেকজন অবস্থানকারী আতিকুর রহমান সুমন বলে, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কিছুই করার নাই। হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের চাকরীর সমস্যার সমাধান করবে না হয় অবস্থান কর্মসূচী চালিয়ে যাব।

তবে উপাচার্য ড. আনন্দ কুমার সাহার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তাদের নিয়োগ সমস্যা সমাধানে উনার একার কোন ক্ষমতা নেই৷ শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সমস্যার সমাধান করতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং হওয়ার কথা ছিল, তার আগেই উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় বিতর্কিত নিয়োগপ্রাপ্তরা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top