'পলাশী পরবর্তী বাংলায় সাংস্কৃতিক আগ্রাসন' র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ জুন ২০২১ ০১:৩৫; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৮:৫৩
ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর উদ্যোগে “পলাশী- পরবর্তী বাংলায় সাংস্কৃতিক আগ্রাসন” র্শীষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) ভার্চুয়ালি সভাটির আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ এর নির্বাহী পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত নাগরিক জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আবদুল হাই শিকদার।
ভার্চুয়াল সভায় প্রধান আলোচক ছিলেন- ভারতের কলকাতার ‘নতুন গতি’ পত্রিকার সম্পাদক কবি এমদাদুল হক নূর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. ছিদ্দিকুর রহমান খান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদালয়, মালয়েশিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মু. মনিরুজ্জামান এবং যুক্তরাজ্য প্রবাসী লেখক, বিশিষ্ট গ্রন্থাকার জনাব জিয়াউল হক।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালেহ হাসান নকীব, নতুন এক মাত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক কবি ফজলুল হক তুহিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পলাশীর ভাগ্য বিপর্যয়ের মাধ্যমে বাংলার সংখ্যাগরিষ্ঠ জনতার জীবন-জীবিকার উপর সার্বিকভাবে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তা এখন পর্যন্ত কাটানো সম্ভব হয়নি। মুসলিম বাংলার শাসকরা বহিরাগত ছিলেন না, তাঁরা এখানে জন্ম গ্রহণ করেন এবং শতাব্দীর পর শতাব্দী এ ভূখন্ডে তারা বংশানুক্রমে বসবাস করছেন। বাঙালী এবং বাংলা ভাষার অভূতপূর্ব পৃষ্ঠপোষকতা করেছেন তাঁরা।
বক্তারা আরো বলেন, পলাশীর বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করতে পরলেই আমরা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারব, সমস্ত ধরনের আধিপত্যবাদী শক্তির মুকাবেলা করে আমাদের স্বাতন্ত্রবোধ রক্ষা করতে সক্ষম হব।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি জনাব সরদার আবদুর রহমান।
আপনার মূল্যবান মতামত দিন: