১-৭ জুলাই বন্ধ থাকবে রাবির দাপ্তরিক কার্যক্রম

কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ১ জুলাই ২০২১ ০০:০২; আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৫:২২

ফাইল ছবি

আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে দেশব্যাপী 'কঠোর লকডাউন'। ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ আগামী ১ জুলাই-৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তবে অনলাইন ক্লাস সমূহ যথারীতি চালু থাকবে। এছাড়া জরুরী বিভাগ পানি, বিদ্যুৎ, চিকিৎসা, মালী, প্রহরা ও টেলিফোন যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top