রাবির সেই ১৩৭ জনের নিয়োগ নিয়ে সংসদে কঠোর সমালোচনা

কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ১ জুলাই ২০২১ ২১:২৫; আপডেট: ২ জুলাই ২০২১ ০৩:০৪

রাজটাইমস ডেস্ক

'বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটি সম্মানজনক পদ, আমরা মন্ত্রীদের চেয়েও এই পদটিকে সম্মান করতাম। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উনার মেয়াদের শেষদিনে লজ্জাজনকভাবে একশ/দেড়শ জনকে নিয়োগ দিয়েছেন। কি আশ্চর্য? আবার পুলিশ প্রহরায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে হল। '

'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন গণতন্ত্রমনা এইজন্য তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে স্বায়ত্তশাসন দিয়েছেন। কিন্তু এখন স্বায়ত্তশাসনের কারণে দূর্নীতি আর অনাচার হচ্ছে।'

বুধবার (৩০ জুন) সংসদে বাজেট পাসের প্রক্রিয়ার অংশ নিয়ে এসব বক্তব্য দেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক।

এই সময় তিনি প্রথমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সমালোচনা করে বলেন তিনি এখনো শিক্ষা ক্ষেত্রে কোন সফলতা দেখাতে পারেন নি। বক্তব্যের শেষে কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়ায় জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেন তিনি।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী ভিসি এম আবদুস সোবহান তার মেয়াদের শেষ সময়ে ১৩৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেন।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top