রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম
কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১ ২১:৩১; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সুলতান উল ইসলাম টিপু।মঙ্গলবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. নূর ই আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়৷
অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু আগামী ৪ বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, তিনি বিশ্ববিদ্যালয়ের দূর্নীতি বিরোধী শিক্ষক সমাজের আহবায়ক হিসেবে দূর্নীতি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু আগামী ৪ বছর মেয়াদে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, তিনি বিশ্ববিদ্যালয়ের দূর্নীতি বিরোধী শিক্ষক সমাজের আহবায়ক হিসেবে দূর্নীতি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: