শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে রাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস অব্যাহত
কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২১ ২১:৪০; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৬:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে ৩য় দিনের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছতলায় প্রতীকী ক্লাস নেয়ার কর্মসূচী অব্যাহত রয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল ১১.৩০ টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত 'বাংলাদেশের সংবিধান ও বৃটিশ নীতি'র ক্লাশ অনুষ্ঠিত হয়। পাঠদান করেন ফোকলোর বিভাগের শিক্ষক অধ্যাপক আমিরুল ইসলাম কনক।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং রবীন্দ্রভবন সংলগ্ন জায়গায় অনুষ্ঠিত এই ক্লাসে ১৫-১৬ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: