রাবিতে এক বিভাগ থেকেই ভিসি, প্রো-ভিসি

কে এ এম সাকিব | প্রকাশিত: ৩০ আগস্ট ২০২১ ০২:২১; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৩

রাবির নতুন উপাচার্য ও উপ-উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ও উপ-উপাচার্য দুজনই নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ থেকে। কাকতালীয়ভাবে এমন ঘটনাই ঘটেছে। তবে ইতিপূর্বে এমন নজির নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র অধ্যাপক। একই বিভাগ থেকে দুজনের দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী কোন আইনগত বাধা নেই বলেও জানান তারা।

বশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রোববার (২৯ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এর আগে গত ১৩ জুলাই নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু।

এদিকে, নিজেদের বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য নিযুক্ত হওয়ায় বিষয়টি বিভাগের জন্য গৌরব ও সম্মানেন হিসেবে দেখছেন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top