করোনায় রাবি অধ্যাপক তৌফিক ইকবালের মৃত্যু

কে এ এম সাকিব | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১ ০২:১৭; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০৫:৫৫

অধ্যাপক ড. মো. তৌফিক ইকবাল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক ইকবাল মারা গেছেন। আজ সোমবার ( ৩০ আগস্ট) দুপুর একট নাগাদ ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে তিনিভচিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম জানান, অধ্যাপক তৌফিক ইকবাল ১৯৭২ সালে ভোলা জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে কৃষি প্রকৌশলে বিএজি (অনার্স) এবং ১৯৯৫ সালে ফার্ম পাওয়ার এন্ড মেশিনারী বিষয়ে এমএস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে মৃত্তিকা বিজ্ঞান ও উদ্ভিদ পুষ্টি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর জার্মানি, ভারত, চীন ও নেদারল্যান্ডস থেকে বিভিন্ন পিজিটি কোর্সও সমাপ্ত করেন। তিনি ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৩ সালে প্রফেসর পদে উন্নীত হন। রাবিতে অধ্যাপনার পাশাপাশি তিনি তুরস্ক ও জার্মানির দুটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।

এদিকে রাবি প্রফেসরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্যদ্বয় প্রফেসর ড. চৌধুরী এম. জাকারিয়া ও প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।





বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top