রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'অলটারনেটিভস টু ইমপ্রিজনমেন্ট' শীর্ষক জাতীয় সেমিনার

কে এ এম সাকিব | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১ ২১:৫৫; আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ ০১:১৭

রাজটাইমস ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'অলটারনেটিভস টু ইমপ্রিজনমেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু উইমেন প্রিজনারস" শীর্ষক জাতীয় সেমিনার।

আগামী ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ আলী ভবনের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য ড. সুলতান উল ইসলাম, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহসান কবির, সুপ্রিম কোর্টের আইনজীবী ও রুলার সভাপতি এডভোকেট নাহিদ সুলতানা যুথি।

সেমিনারে পেপার প্রেজেন্টেশন করবেন প্রফেসর আবু নাসের মো. ওয়াহেদ ও সহকারী অধ্যাপক কে এম এস তারেক।

আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক ড. সাঈদা আঞ্জু ও রাজশাহী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোছাম্মৎ হাসিনা মমতাজ।

সেমিনারে সভাপতিত্ব করবেন আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান।

আগ্রহী যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বিচারক, গবেষক সহ যে কোন পেশাজীবি আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিম্মোক্ত লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

https://forms.gle/7jyYzEQD7rK8oQC3A

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান জানান, ফৌজদারী বিচার ব্যবস্থায় লঘু অপরাধ ও প্রথমবারের মত অপরাধ সংগঠনে কতিপয় অপরাধীর ক্ষেত্রে সংশোধনের সুযোগ রেখে কারাগারের বিকল্প এবং বিশেষ করে নারী অপরাধীদের ক্ষেত্রে এই বিকল্প উপায় নিয়েই সেমিনারে বক্তারা আলোচনা করবেন।

সেমিনারে অনলাইন ও সরাসরি দুইভাবেই অংশগ্রহণের সুযোগ থাকছে বলেও জানান তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top