রাবির 'সি' ইউনিটের রেজাল্ট রোববার

কে এ এম সাকিব | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২১ ০২:১৮; আপডেট: ১৮ মে ২০২৪ ১৮:০৪

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত 'সি' ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার দুপুর ১টায় প্রকাশ করা হবে। শনিবার (০৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর একরামুল হামিদ।

তিনি বলেন, 'আগামীকাল দুপুর দেড়টার দিকে আমরা একটা মিটিং ডেকেছি। ২টা নাগাদ রেজাল্ট প্রকাশ করে দিবো। রেজাল্ট রেডি রয়েছে।'

তিনি আরো বলেন, 'চল্লিশ শতাংশ নাম্বার যারা পেয়েছে তাদের রেজাল্ট প্রকাশ করা হবে। পাশ কিংবা ফেল সবাই মার্কস দেখতে পাবে। ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ভর্তিচ্ছুর সাবজেক্ট চয়েজ চাবো। তারপর চূড়ান্ত মেধাতালিকা ২৩ অক্টোবর প্রকাশিত করে ২৫ অক্টোবর থেকে ভর্তি শুরু করবো।'

ইতিমধ্যে এ শিক্ষাবর্ষের চলমান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি শুরু, ভর্তি শেষ ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন । উক্ত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের ফলাফল ১০ অক্টোবর থেকে ক্রমান্বয়ে প্রকাশিত হবে। ২৫ অক্টোবর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। উক্ত শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর।'

উল্লেখ্য, বিজ্ঞান ও কৃষি অনুষদভুক্ত 'সি' ইউনিটে তিনটি শিফটে ৪৪ হাজার ১৯৪ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও এর মধ্যে ৩৩ হাজার ৪৪৭ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৭৫ দশমিক ৬৯ শতাংশ। পরীক্ষা শুরুর প্রথম দিনই অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ ভর্তিচ্ছু, যা এ ইউনিটের মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ২৪ দশমিক ৩০ শতাংশ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top