রাবি'র সৌহার্দ্য এলএলএম'র মিলনমেলা ২৯ অক্টোবর

কে এ এম সাকিব | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১ ০১:১৮; আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ০১:২৩

রাবির আইন বিভাগ, এলএলএম ১৯৯৫ ব্যাচের মিলনমেলা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা বসতে যাচ্ছে আগামী ২৯ ও ৩০ অক্টোবর। সৌহার্দ্য এলএলএম-১৯৯৫ ব্যাচটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এবারের পূণর্মিলনী অনুষ্ঠিত হবে।

২ দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি থাকবেন ২ উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত থাকবেন, বিভাগটির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এম হাবিবুর রহমান, অধ্যাপক ড. আ. ফ. ম. মহসীন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম আহসান কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় ল এলামনাই এসোসিয়েশনের সভাপতি এডভোকেট নাহিদ সুলতানা যুথি প্রমুখ।

পূণর্মিলনীতে উপস্থিত অতিথিদের জন্য ইনডোর গেমস, স্মৃতিচারণ ও র‍্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদ্মানদীর তীরে টি-বাঁধে আড্ডা, গ্রুপ ফটোসেশন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বলেন, আমরা অনেক দিন ধরে আকাঙ্ক্ষিত এ মিলনের অপেক্ষায় ছিলাম। কিন্তু করোনা মহামারী পরিস্থিতি আমাদের সে সুযোগটা হয়ে উঠছিল না। এখন সবমিলিয়ে আমরা আইন বিভাগের ১৯৯৫ ব্যাচের বন্ধুরা মিলন মেলার আয়োজন করতে যাচ্ছি।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top