থিসিসের মৌখিক পরীক্ষা অনলাইনে নিবে রাবি

নিজস্ব প্রতিবেদক, রাবি | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০ ০০:১১; আপডেট: ১৭ মে ২০২৪ ০২:২৪

অনার্স থিসিস, মাস্টার্স থিসিস, এমফিল/পিএইচডি থিসিস মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পাশাপাশি ভর্তিকৃত শিক্ষার্থীদের অনার্স ও মাস্টার্স শ্রেণিতে ভর্তির কাজও অনলাইনে চালানো হবে।

যেসব অনুষদের অনার্স ৪র্থ বর্ষের প্রজেক্ট প্রেজেন্টেশন এবং মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়নি, তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে এবং কম সংখ্যায় হলে উপস্থিতির মাধ্যমে নেয়া যাবে।

করোনাকালীন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে যেসব এমফিল/পিএইচডি ফেলোদের রেজিস্ট্রেশন/পুনঃভর্তি/সেমিনার প্রদানের সময় উত্তীর্ণ হয়েছে তারা তা কাজসমূহ সম্পাদন করতে পারবেন।

কাফি/০৩



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top