রাবিতে ভারতীয় জনগনের পক্ষে ৩০টি কম্পিউটার হস্তান্তর

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২ ০৬:০৮; আপডেট: ১৯ জানুয়ারী ২০২২ ০৬:১১

ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি কম্পিউটারগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলগুলোতে একাডেমিক কার্যক্রম এগিয়ে নিতে ভারতীয় জনগনের পক্ষ থেকে ৩০টি কম্পিউটার ও ৫টি মনিটর হস্তান্তর করেছে ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে বঙ্গমাতা হলের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি কম্পিউটারগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে কম্পিউটারগুলো গ্রহণ করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্রী হলের প্রতি হলে পাঁচটি করে কম্পিউটার দেওয়া হবে।

জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডের সঞ্চলনায় বক্তারা বলেন, আমরা এই কম্পিউটারের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবো। একটি দেশ যদি এগিয়ে যায় তাহলে প্রতিবেশী রাষ্ট্র তার সুফল ভোগ করে। আমাদের জনসম্পদকে দক্ষ করে এগিয়ে নিতে কাজে দিবে। যার সুফল প্রতিবেশী দেশও ভোগ করবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, প্রক্টর লিয়াকত আলী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ শর্মিষ্ঠা রায় প্রমুখ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top