ইতিহাস গবেষণায় শব্দকলা পুরস্কার পেলেন মাহবুব সিদ্দিকী
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২২ ০৪:৩৩; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০১:৩০
-2022-01-19-17-32-20.jpg)
ইতিহাস গবেষণায় শব্দকলা পুরস্কার পেলেন লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ২২৩ নাম্বার কক্ষে শব্দকলা আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তাঁর হাতে তুলে দেয়া হয়।
শব্দকলা সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন রাবি কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফখরুল ইসলাম, প্রত্মতত্ত্ববিদ ও কবি প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রফেসর ড. হারুন অর রশীদ, নাট্যকলা বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর স্বপন, ঐতিহ্য গবেষণা পত্রিকার সম্পাদক ও ফোকলোর বিভাগের প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বাবু, অ্যালবাম সম্পাদক কবি মনজু রহমান, অনির্বাণ সম্পাদক কবি জামাল দ্বীন সুমন, নতুন একমাত্রা নির্বাহী সম্পাদক কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি সোহেল করিম দিপু, ছায়া পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব, সাহানা রহমান লাভলী প্রমুখ।
মাহবুব সিদ্দিকী হেরিটেজ রাজশাহীর সভাপতি ও ইতিহাস গবেষক। স্থানীয় ইতিহাস চর্চায় ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। বাংলাদেশের বিলুপ্ত নদী, ভরাটকৃত পুকুর-দীঘিসহ নানাবিধ বিষয় নিয়ে গবেষণা করছেন। আম, ধান এবং ঐতিহ্য বিষয়ক গবেষণাতেও তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তাঁর লেখা ২০১১ সালে প্রকাশিত আম গ্রন্থটি গবেষক মহলে চমক সৃষ্টি করে। সেই ধারাবাহিকতায় শহর রাজশাহীর আদিপর্ব, নারদ নদ, ফিরিয়ে দাও সেই প্রবাহ, বড়াল নদের ইতিকথা, রাজশাহীতে পর্যটন সম্ভাবনা, গঙ্গা পদ্মা পদ্মাবতী, বাংলাদেশের বিলুপ্ত দীঘি পুস্করণী ও জলাশয়, ব্রহ্মপুত্র নদ, মসনদ ই আলা ঈশা খাঁ, ব্রহ্মপুত্র যমুনায় সামরিক অভিযান, হারিয়ে যাওয়া সোনার ধান প্রভৃতি গ্রন্থসমূহ তাঁর অনবদ্য কৃতি। ইতিহাস গবেষণার স্বীকৃতি স্বরূপ তাঁকে শব্দকলা পুরষ্কার প্রদান করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: