রাবি নৃবিজ্ঞান বিভাগের এলামনাই কমিটি গঠন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:৩৪

সভাপতিরও সাধারণ সম্পাদক।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের প্রথম নির্বাচনে বিভাগের প্রথম ব্যাচের তাহমিনা নাজনীন মিনি সভাপতি ও সপ্তম ব্যাচের গোলাম সরোয়ার সাধারন সম্পাদক এবং ১০ম ব্যাচের আজিবুল হক পার্থ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টা থেবে সন্ধ্যা ৬ পর্যন্ত অনলাইনে ভোট গ্রহনের পর এই ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগের সভাপতি প্রফেসর ড. কামাল পাশা। এসময় বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ নির্বাচন কমিশনার আ ব ম রাশেদুজ্জামান ও মাহমুদুর রহমান খান উপস্থিত ছিলেন।

কমিটির অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি ফজলে রাব্বি, দেবদুত রয়, রোজলীন আফসানা, যুগ্ম সম্পাদক পুরুষ মশিউর রহমান সজল, যুগ্ম সম্পাদক মহিলা ইফ্ফাত নুর চম্পা অর্থ সম্পাদক মুশফিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল আলম মিশুক, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক এন্ড রিসার্চ এসএম আরিফ ইফতেখার ও মতিউর রহমান, প্রচার ও জনসংযোগ সম্পাদক খাইরুল ইসলাম শাওন এছাড়া

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আব্দুল মতিন, শারমিন আকতার, অপর্না চৌধুরী, তামান্না ফালগুনি, সামিউর রহমান, রাশিদুল হাসান নাফিস, সাবিহা সুলতানা, শাহরিয়ার রিজভী, আল রিয়াদ খান, মুহিব্বা সিদ্দিকা, শিমুল কুমার দাস, ইসরাফিল হোসেন শাহীন, জুবায়ের আহমেদ সিদ্দিক এবং সন্তোষ হেমব্রম।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top