রাবির শাহ মখদুম হলের স্থায়ী ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৪ মার্চ ২০২২ ০৫:৪৭; আপডেট: ১২ মার্চ ২০২৫ ২২:১২

ব্যাডমিন্টন কোর্ট উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের স্থায়ী ব্যাডমিন্টন কোর্ট ও সংস্কারকৃত উন্নয়ন কর্মকান্ড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এটির উদ্বোধন করেন।

এসময় শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আরিফুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, (১৯৯৬-৯৭) সেশনের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মো. কবির উদ্দিন পলাশের অর্থায়নে শাহ মখদুম হলের সামনে স্থায়ী ব্যাডমিন্টন কোর্টে নির্মান করা হয়েছে। তিনি বর্তমানে এনআরবিসি ব্যাংকের নাঁচোল চাঁপাইনবাবগঞ্জ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। তার উপস্থিতিতে আজ আনুষ্ঠানিকভাবে ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করা হলো।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top