রুয়েটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২২ ০৪:৫২; আপডেট: ১২ মার্চ ২০২৫ ২১:৩৮

৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

নানা আয়োজনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ঐতিহাসিক ০৭ মার্চ পালন করা হয়েছে। দিবস উপলক্ষে সোমবার দুপুর বারোটায় রুয়েটে এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

এদিন রুয়েট প্রশাসন শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর রুয়েট শাখা ছাত্রলীগ ও বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ পৃথক
পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশীদ, কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক আরিফ আহম্মেদ চৌধুরী, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু , রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শুভ সহ ডীন, পরিচালক, বিভাগ প্রধানব, শাখা
প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।





বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top