সাবেক রাকসু ভিপি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী আর নেই
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৩১ মার্চ ২০২২ ০৩:৪৩; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ০১:১৮
-2022-03-30-17-43-15.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হায়দার আলী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শহরের নিশিন্দারা উপ-শহর এলাকায় নিজ বাড়িতে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের কনিষ্ঠ জামাতা তৌহিদ বিন আনিস হিল্লোল জানান, তার শ্বশুর বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি স্ট্রোক করেন। এরপর দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
রণাঙ্গণের বীর যোদ্ধা হায়দার আলী ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগেই তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন। বগুড়ার নিশিন্দারা এলাকার বাসিন্দা হায়দার আলী পরবর্তীতে নিজ এলাকায় ফিরে আসেন এবং জনসেবায় মনোযোগী হন। তিনি নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে দেশে উপজেলা ব্যবস্থা হওয়ার পর ১৯৮৫ তিনি বগুড়া সদর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। জনসেবার পাশাপাশি তিনি ১৯৮৬ সালে তার বাবার নামে নিশিন্দারা এলাকায় ফকির উদ্দিন স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। পরবর্তীতে সেটি কলেজে উন্নীত করা হয়। হায়দার আলী বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার এলাকায় ‘মুক্তিযোদ্ধা হায়দার আলী’ নামে আরও একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আগামী ১ এপ্রিল স্কুলটি উদ্বোধনের কথা রয়েছে।
হায়দার আলীর কনিষ্ঠ জামাতা তৌহিদ বিন আনিস হিল্লোল জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় নিশিন্দারা উপ-শহর এলাকায় তার বাড়ির পেছনে মাঠে তার শ্বশুরের জানাজা অনুষ্ঠিত হবে।
আপনার মূল্যবান মতামত দিন: