ফুল-ফ্রি স্কলারশিপে তুরষ্কে পড়ার সুযোগ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২২ ০৬:১০; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৫১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়।

উচ্চশিক্ষার অন্যতম এক দ্বার এরদোগানের তুরষ্ক। উচ্চ শিক্ষার জন্য অনেক বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দ এই দেশটি। উন্নত শিক্ষাব্যবস্থা ও গবেষণার জন্য দেশটি দিন দিন বিশ্বরাজনীতির অন্যতম পরাশক্তি হয়ে উঠছে। উচ্চশিক্ষা অর্জনে অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও তুরস্ক বেশ জনপ্রিয় একটি দেশ। শিক্ষার্থীদের নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি সুযোগ দিচ্ছে তুরস্ক সরকার।

বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী ফুল-ফ্রি এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ ফেব্রুয়ারি। ১০ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়।

‘তুর্কি বালসারি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের পড়শোনা করতে কোনো ধরনের টিউশন ফি লাগবে না। এছাড়া বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, আবাসনের ব্যবস্থা ও স্বাস্থ্যবীমাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। এ স্কলারশিপের মাধ্যমে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

এ স্কলারশিপের সম্পূর্ণ খরচ তুরস্ক সরকার বহন করবে। এটি তুরস্কের সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ। মোট ৫ হাজার জনকে এ স্কলারশিপ প্রদান করা হবে। আবেদন করতে কোনো ধরনের আইইএলটিএস বা টোয়েফল স্কোর লাগবে না। স্নাতকের সময়সীমা ৪ থেকে ৬ বছর, স্নাতকোত্তরের ২ বছর ও পিএইচডিতে ৪ বছর।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিণ কোরিয়ায়

সুযোগ-সুবিধাসমূহ:

* কোনো টিউশন ফি প্রদান করতে হবেনা।
* মাসিক উপবৃত্তি প্রদান করা হবে। স্নাতকের জন্য ৮০০ লিরা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিামাণ প্রায় ৯০০০ টাকা।
* স্নাতকোত্তরে ১১০০ লিরা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিামাণ প্রায় ১২৫০০ টাকা।
* পিএইচডিতে ১৬০০ লিরা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিামাণ প্রায় ১৮০০০ টাকা।
* ডরমিটরিতে থাকার সুযোগ।
* খাবার ব্যবস্থা।
* স্বাস্থ্য ব্যয়ের সমস্ত খরচ পাবলিক হেলথ ইন্সুরেন্স বহন করবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ফ্রীতে এক বছরের তুর্কি ভাষা কোর্স করা যাবে।
* আবেদন করতে আইইএলটিএস স্কোর লাগবে না।

আবেদনের যোগ্যতা:

* স্নাতকে আবেদনের বয়স সর্বোচ্চ ২১ হতে হবে।
* স্নাতকোত্তরে আবেদনের বয়স সর্বোচ্চ ৩০ হতে হবে।
* পিএইচডিতে আবেদনের বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে।
* স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে কমপক্ষে ৭০ শতাংশ মার্কস তুলতে হবে।
* স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতকে কমপক্ষে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
* পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তরে কমপক্ষে ৭৫ শতাংশ মার্কস তুলতে হবে।
* তবে হেলথ সাইন্স (মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ফার্মেসী) প্রোগ্রামে আবেদনের জন্য কমপক্ষে ৯০ শতাংশ মার্কস তুলতে হবে।
* আবেদকৃত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথি:

* পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন।
* পাসপোর্ট সাইজের ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* দুইটি রেফায়েন্স লেটার।
* একটি মোটিভেশনাল লেটার।
* স্টেটমেন্ট অফ পারপাস (এসওপি)।
* একটি রিসার্চ প্রোপোজাল।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন

https://tbbs.turkiyeburslari.gov.tr/



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top