রামেক থেকে ১৬ দালাল আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ২১:৫৩; আপডেট: ৫ অক্টোবর ২০২০ ২২:১১
-2020-10-05-15-53-26.jpg)
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) অভিযান চালিয়ে এক দালালচক্রকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ অক্টোবর) রাজপাড়া থানা পুলিশের পরিচালিত এই অভিযানে ৬ নারীসহ ১৬ জন দালালকে আটক করা হয়।
আটককৃত প্রতারকরা হাসপাতালে আসা রোগীদের কম খরচে চিকিৎসা ও টেস্ট করিয়ে দেয়ার নাম করে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে রোগিদের সঙ্গে প্রতারণা করত।
আটককৃতরা হলেন, নগরীর কাজীহাটা এলাকার মানিক (৪১), সাইদুল ইসলাম (৪০), শিপাইপাড়ার রুবেল (৩১), শ্রী বিমল (২৬), ভাটাপাড়ার শিরাজুল (৩২), রজনা আক্তার (২৪), হড়গ্রাম এলাকার জয়নাল হোসেন (৩৫), উজ্জ্বল হোসেন (৪২), আলীগঞ্জ এলাকার আসমা বেগম (৪০), লক্ষ্মীপুর এলাকার সানোয়ার হোসেন জীম (২৬), সিরাজুলল ইসলাম (৫৭), তালাইমারী এলাকার ফরেজান (২৫), ফকিরের মোড় এলাকা রূপা (৩১), বাঘা সদরের সারাতন খাতুন (৪৫)।
আটককৃতরা হাসপাতালের রোগীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলে জানায় রাজপাড়া থানার ওসব শাহাদত হোসেন। তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: