রাজশাহী নগর জামায়াতের শীর্ষ নেতাসহ গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০; আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫১

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর অন্যতম শীর্ষ নেতা মহানগরীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসেনসহ ৮ জন নেতা-কর্মীকে কে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ একটি বাসা থেকে তাদের গ্রেফতার করে।

তবে জামায়াতের পক্ষ থেকে দাবী করা হয় বিনা ওয়ারেন্ট অধ্যক্ষ সিদ্দিক হোসেনসহ ৮ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়ে। আজ বুধবার গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানোর হতে পারে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল এক প্রতিবাদ বিবৃতিতে বলেন, অধ্যক্ষ সিদ্দিক হোসেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও বর্ষীয়ান জননেতা।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। তাঁরমতো বয়োবৃদ্ধ দায়িত্বশীলকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় জেলে পাঠানো কোন সভ্য প্রশাসনের কাজ হতে পারে না। প্রতিবাদ বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্ব কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জননেতা সিদ্দিক হোসেনসহ ৮ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top