ভারতীয় ভিসা পেতে জাল ডকুমেন্ট, গ্রেপ্তার ২

রাজ টাইমস | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১১:৩৯; আপডেট: ২৭ এপ্রিল ২০২৪ ২১:১৭

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ভারতীয় ভিসা পেতে জাল ডকুমেন্ট দেওয়ায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর বর্ণালি মোড়ে ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. জমির (৩৪) ও একই উপজেলার পেয়ারাখালি এলাকার শাহ আলমের ছেলে মো. সুমন (২৫)।

ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, কামাল নামের এক দালালের মাধ্যমে পাবনার ঈশ্বরদীর সুমন ও জমির নামের দুইজন ব্যক্তি বিজনেস ভিসার জন্য আবেদন করেন। যাচাই-বাছাই করে দেখা যায় ভিসার অ্যাপ্লিকেশনে যে-সব ডকুমেন্ট দিয়েছে তার সবই জাল। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে ১৫ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বিজনেস ভিসার জন্য আবেদন করার বিষয়টি স্বীকার করেন তারা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিসার জন্য জাল ডকুমেন্ট ব্যবহারের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top