গুজব প্রতিরোধে অনলাইনে নজরদারি করছে র‌্যাব

রাজ টাইমস | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১৯:২৩; আপডেট: ২ মে ২০২৪ ০৮:২২

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য কিংবা মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি করছে।

র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন।

শনিবার সকালে রাজশাহী মহানগরীর রাণীবাজারে টাইগার সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

র‌্যাব অধিনায়ক জানান, এবার দুর্গোৎসবে নাশকতার কোনো আশঙ্কা নেই। তারপরও র‌্যাব সতর্ক আছে। যেকোনো ধরনের গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক মনিটরিং করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো সিসি ক্যামেরার মাধ্যমেও মনিটরিং করা হচ্ছে।

এ সময় পূজা উদযাপন পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি শরৎ চন্দ্র সরকার, টাইগার সংঘের সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরীসহ হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top