রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিত

রাজ টাইমস | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৩ ১৮:৫১; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৮

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন স্থগিত ঘোষণা করেছে প্রশাসন।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন নভেম্বরে হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।

নভেম্বরে দ্বাদশ সমাবর্তনের ঘোষণা দিয়ে গত ৪ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রাষ্ট্রপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্ব করার কথা ছিল।

সমাবর্তনে অংশ নিতে ১১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলে; এতে পাঁচ হাজার টাকা পরিশোধের মাধ্যমে আবেদন করেন বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের তিন হাজার ৫৭১ শিক্ষার্থী।

এ বছর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৬ ও ২০১৭ সালে স্নাতক/স্নাতকোত্তর, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতকোত্তর, ২০১৭ ও ২০১৮ সালে এমবিবিএস, বিডিএস, ডিভিএম এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি, পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা এ সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ পাবেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top