রামেকে বন্ধ করোনা পরীক্ষা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২০ ২৩:২৯; আপডেট: ৭ আগস্ট ২০২০ ২৩:৫৪
-2020-08-07-17-32-24.jpg)
যান্ত্রিক গোলযোগে আগামী ১ সপ্তাহের জন্য রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) করোনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে।
হাসপাতালটির ল্যাবে সংগৃহিত এক দিনের সব নমুনা ‘পজিটিভ’ আসায় যান্ত্রিক গোলযোগের ধারনা করেই এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
হাসপাতালটির ৭ আগস্টের (শুক্রবার) রিপোর্টের ফলাফল ঘোষণা করা হয় নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর যন্ত্র দিয়ে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, শতভাগ নমুনাই করোনা ‘পজিটিভ’। এমন অস্বাভাবিক ফলাফল দেখে সেদিনের ফলাফল আর ঘোষণা করা হয়নি।
হাসাপাতালের টেকনোলজিস্টরা যান্ত্রিক ত্রুটি নিশ্চিত করতে পেরেছেন বলেও জানা গেছে।
উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, যন্ত্রে একটু ত্রুটি দেখা দিয়েছিল। সেটি ঠিক হয়ে গেছে। দুই-একদিনের মধ্যে চালু করা যাবে।
প্রসঙ্গত, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষা শুরু হয় গত ১৯ মে থেকে। সেখানকার পিসিআর যন্ত্রটির ১৮৮ পর্যন্ত নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। এই ল্যাবে পরীক্ষা বন্ধ থাকলেও এখন রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষা চলছে।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: