গণপূর্ত বিভাগের প্রকৌশলীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০ ২৩:২৭; আপডেট: ১৮ আগস্ট ২০২০ ০৩:৪১

আহত উপ-প্রকৌশলী দেলোয়ার হোসেন

রাজশাহী গণপূর্ত কার্যালয়ের এক উপসহকারী প্রকৌশলীকে পিটিয়ে জখম করেছে ঠিকাদার ও তার সহযোগী। এ সময় প্রকৌশলী দেলোয়ার হোসেন (২৮) এর কক্ষের ল্যাপটপ, প্রিন্টারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ঠিকাদারী প্রতিষ্ঠানের দু’জনকে গ্রেফতার করে।


হামলার শিকার উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, কোটি টাকা ব্যয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। রোববার বিকালে তিনি এ নির্মাণ কাজ পরিদর্শনে যান।

এ সময় সেখানে নিম্নমানের ইটের খোয়া দিয়ে ঢালাই কাজ চলছিল। এছাড়া কাজের সিডিউলে চার ইঞ্চি ঢালাই দেয়ার বিষয়টি উল্লেখ থাকলেও দেয়া হয় আড়াই ইঞ্চি। এ সময় তিনি কাজটি বন্ধ করে দেন এবং ঘটনাস্থল থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এ ঘটনার জের ধরে নগরীর সাধুর মোড় এলাকার বাসিন্দা শাহাবুল মঞ্জুর লিটন (৩১) এবং তার ব্যবস্থাপক নগরীর উপকণ্ঠ চক কাপাসিয়ার বাসিন্দা আতিকুর রহমানকে (৩২) হামলা চালায়। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।
আন্দালীব



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top