রয়েছে কোভিডের লক্ষণ

রাজশাহীর অধিকাংশ বাড়িতেই জ্বর আর সর্দি-কাশী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২২ ০৫:১৭; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৯:৫৭

ফাইল ছবি

রাজশাহীর অধিকাংশ বাড়িতেই জ্বর আর সর্দি-কাশী প্রকোপ শুরু হয়েছে। ছোয়াচে এ জ্বরে বাড়ির একজন আক্রান্ত হলে অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। ধারণা করা হচ্ছে করোনা সংক্রামনের প্রভাবেই এই জ্বর আর সর্দি-কাশী হচ্ছে। আক্রান্তদের মধ্যে করোনার লক্ষন বিদ্যমান রয়েছে। যার মধ্যে জ্বর, শুকনা কাশি, মাথা ব্যাথা, গলা ব্যাথা, ক্লান্তি/দুর্বলতা, পেশীতে ব্যাথা, বমি বমি ভাব, নাখ বন্ধ থাকা অন্যতম।

তথ্য সূত্র থেকে দেখা যায়, রাজশাহীর দুইটি ল্যাবে নমুনা পরীক্ষা অনুপাতে জেলায় টানা তিনদিন ধরে করোনাভাইরাস শনাক্তের হার ৫০ এর উপরে। মঙ্গলবার ৫৮ দশমিক ৬০ শতাংশ নমুনায় ভাইরাসটি শনাক্ত হয়েছে। তবে বিভাগের রিপোর্ট তা ৬০ এর উপরে। র‌্যাপিড এন্টিজেন পরীক্ষাসহ জেলায় করোনা শনাক্তের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ১১৭ জনের শরীরে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২২৭ জনের শরীরে। এর আগের দিন সোমবার রাজশাহীর দুইটি ল্যাবে ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। যা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। আর গত রোববার রাজশাহী জেলায় শনাক্তের হার ছিল ৬০ দশমিক ৪৯। এছাড়াও গত শনিবার করোনা শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ১৯ এবং গত শুক্রবার ২৮ দশমিক ৭১ শতাংশ।

এদিকে বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি হয়েছেন ৮ জন। একইসময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী। হাসপাতালের ১০৪ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছে ৪৯ জন। করোনা পজেটিভ নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। আর উপসর্গ নিয়ে ১৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের।
হাসপাতালে চিকিৎসাধীন ৪৯ রোগীর মধ্যে রাজশাহীর ২৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী।

এদিক, বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে জানানো হয়, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় রাজশাহী জেলায় র‌্যাপিড এন্টিজেনসহ ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। শনাক্তের হার ৬৭ দশমিক ৩৯ শাতংশ।

দেখা যাচ্ছে, গত এক সপ্তাহ ধরে অধিকাংশ বাড়িতেই জ্বর আর সর্দি-কাশী প্রকোপ শুরু হয়েছে। ছোয়াচে এ জ্বরে বাড়ির একজন আক্রান্ত হলে অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মধ্যে করোনার লক্ষন বিদ্যমান রয়েছে। যার মধ্যে জ্বর, শুকনা কাশি, মাথা ব্যাথা, গলা ব্যাথা, ক্লান্তি/দুর্বলতা, পেশীতে ব্যাথা, বমি বমি ভাব, নাখ বন্ধ থাকা অন্যতম।

হাসপাতাল সূত্র জানায়, রাজশাহীতে এখন বাড়িতে বাড়িতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগি রয়েছে। তারা বাড়িতে থেকেই সাভাবিক নিয়মে জ¦র সর্দি কাশির চিকিৎসা নিচ্ছেন। এতে ভালও হয়ে যাচ্ছেন। এ জন্য হাসপাতালে করোনা রোগীর চাপ কম। তবে যাদের অবস্থার অবনতি ঘটছে তারাই শুধু হাসপাতালে ভর্তি হচ্ছেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top