কোরবানির পশুর জন্য ‘ক্যাটল সার্ভিস’
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ জুন ২০২২ ০৪:৪৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:০৮

পবিত্র ঈদুল আজহার চার দিন আগ থেকে পশু পরিবহনের জন্য বিশেষ ট্রেনসেবা ‘ক্যাটল সার্ভিস’ চালু করবে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২০ জুন) রেল কর্মকর্তারা জানিয়েছেন, তারা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি, ময়মনসিংহ, জামালপুর ও দেওয়ানগঞ্জ থেকে আরেকটিসহ মোট দুটি ‘ক্যাটেল সার্ভিস’ ট্রেন চালু করবে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ‘প্রতিবারের মতো এবারও আমরা ক্যাটল ট্রেন চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবারও ঈদের চার দিন আগে চালাবো।’
তিনি বলেন, ‘ব্যবসায়ীরা রিকুইজিশন দিলে আমরা সার্ভিসটি শুরু করতে পারবো বলে আশা রাখি।’
আপনার মূল্যবান মতামত দিন: