রাজশাহীতে যুবকের খন্ডিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুলাই ২০২২ ০৫:৪৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১২

ফাইল ছবি

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীর রেল লাইনের উপর মাহফুজুর রহমান মিশন (২৫) নামের এক যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ এই লাশ উদ্ধার করে।

মাহফুজুর রহমান মিশন উপজেলার নওটিকা গ্রামের মৃত গাজিউর রহমানের ছেলে। মিশনের মা মুল্লিকা বেওয়া বলেন, আমার ছেলে রোববার বিকেলে বাড়ি থেকে পীরগাছা বাজারে দোকানে যায়। প্রতিদিন রাত ৮টার দিকে দোকান থেকে বাড়িতে আসে। কিন্তু সে আর বাড়িতে আসেনি। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাওয়া যায়নি। সোমবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে আমার সাথে শেষ কথা হয়। সে আমাকে বলে কে বা কারা চোখ মুখ বেধে রেখেছে। আমাকে বাঁচাও। তারপর ফোন কেটে যায়। পরের দিন মঙ্গলবার আড়ানী রেল স্টেশনের পশ্চিম দিকে রেল লাইনের উপর থেকে ঈশ্বর্দী রেলওয়ে জিআরপি থানার পুলিশ দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

মাহফুজুর রহমান মিশনের ছোট ভাই রাসেল হোসেন বলেন, আমার ভাই ঢাকায় আম ও লিচুর ব্যবসা করেন। টাকা লেনদেনের বিষয়ে মাঝে মধ্যে ঢাকায় যায়। এছাড়া এলাকায় কিছু ঋণ ছিল। পাওনাদাররা চাপ দেওয়ার কারনে টাকা দিতে না পেরে তাকে কৌশলে ডেকে নিয়ে হত্যা করে রেললাইনের উপর রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে সুষ্ট তদন্ত করে হত্যাকারীদের বিচার দাবি করেন তার ভাই।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top