সিগনালে ঠিকানা লিখে ট্রেনের সামনে ঝাঁপ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২২ ০৬:৪১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১৪

চুয়াডাঙ্গায় সিগনালে নিজের নাম-ঠিকানা লিখে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তাপস হালদার (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (০২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে।
নিহত তাপস চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার সুবল হালদারের ছেলে। তিনি শহরের বড়বাজার এলাকায় কাজ করতেন।
পুলিশ জানায়, বিকেলে কাজ শেষে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের দিকে আসেন তাপস। পরে ওই ক্রসিংয়ের কাছে একটি সিগনালে নিজের নাম-ঠিকানা ও মোবাইল নম্বর লেখেন তিনি। এর পরই চুয়াডাঙ্গা থেকে আসা দর্শনাগামী মালবাহী ট্রেনের সামনে ঝাঁপ দিলে কাটা পড়েন তিনি।
এদিকে, তাপসের পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চিকিৎসা চলছিল।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: