রাজশাহীতে ট্রাফিক

পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে বাইকে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ০৫:৪১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১২

ট্রাফিক পুলিশের অসৌজন্য আচারণে ক্ষিপ্ত হয়ে নিজ বাইকে আগুন দেন এক আরোহী

রাজশাহী নগরীতে ট্রাফিক পুলিশ মোটরসাইকেল আটকে দেয়া এবং অসৌজন্য আচারণে ক্ষিপ্ত হয়ে এ্যপাচী মডেলের নিজ বাইকে আগুন দিয়েছেন আশিক আলী (৩০) নামে এক যুবক। সোমবার বেলা পৌনে ২টার দিকে নগরীর কোর্ট হড়গ্রাম এলাকার অক্ট্রয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী আশিক আলী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া হাটুভাঙ্গার মোড় এলাকার আসাদ আলীর পুত্র।

তথ্যে সূত্রে জানা গেছে, কোর্ট হড়গ্রাম বাজারে রুটিন দায়িত্বে ছিলেন রাজশাহী নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট আব্দুল কাইয়ুম। বেলা পৌনে ২টার দিকে আরও দুই আরোহীসহ আশিক আলী ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোস্টে পুলিশ সার্জেন্ট তাদের আটকে দেন। কাগজপত্র দেখতে চাইলে তিনি বাড়ি থেকে কাগজপত্র এনে দেয়ার জন্য সময় চান। এসময় পুলিশ বাইকের চাবি নিতে চাইলে বাধাও দেন তিনি। এপর্যায়ে বাকবিতণ্ডার জের ধরে মোটরসাইকেলে আগুন দেন আশিক আলী।

সূত্র জানায়, চেকপোস্টে মোটরসাইকেলটি আটকে মামলা দিতে চেয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। এক পর্যায়ে তাকে কাগজপত্র এনে দেখানোর শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সুযোগ না নিয়ে নিজেই মোটরসাইকেলে আগুন দেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আশিক আলীসহ তার পিতাকে জিজ্ঞাসাবাদের জন্য নগর ট্রাফিক পুলিশের হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা জানান, ঘটনার পর তারা মোটরসাইকেল আরোহী আশিক আলীকে জিজ্ঞাসাবাদ করেছেন। তার বাবার সঙ্গে কথা বলেছেন। তিনি গণমাধ্যমককে বলেন কারো বৈধ্য কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স না থাকলে পুলিশ মামলা দায়ের করবে এটাই আইন। এদিকে আশিক আলীর পিতা জানান, সম্প্রতি একটি ব্যবসায় মোটা অংকের আর্থিক ক্ষতির শিকার হন আশিক আলী। এ নিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এরই মাঝে ট্রাফিক পুলিশ কাগজপত্র না থাকায় একাধীকবার মামলা দায়ের করে।

যার কারণে তিনি ৪০ হাজার টাকা জরিমান দেন। অপর দিকে একটি গণমাধ্যকে দেয়া এক সাক্ষাতকারে আশিক আলী বলেন একাধীকবার জরিমানা প্রদান এবং পুলিশের অসৌজন্য আচারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেছেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top