ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে আহত ২০

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৯ আগস্ট ২০২২ ১৬:৫১; আপডেট: ৯ আগস্ট ২০২২ ১৬:৫৩

ফাইল ছবি

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (০৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কেয়টখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর যুগান্তরের।

এলাকাবাসী জানায়, রাত ৯ টর দিকে ঢাকা টু মাওয়াগামী ইলিশ পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে একই দিক থেকে বেপরোয়া গতিতে আসা দূরপাল্লার সোহাগ পরিবহন পিছন দিকে ধাক্কা দিলে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এতে উভয় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

হাসারা হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল ইসলাম জানান, বাস দুটি আটক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মূল খবরের লিঙ্ক



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top