চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২২ ০৬:৩৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:১৪

কুষ্টিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে একজন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের অভিযোগে সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটক সুমন আলীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজের আলী বলেন, কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায় মধুমতি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ট্রেনের এক যাত্রী আহত হন। পরে পুলিশ পাথর নিক্ষেপের দায়ে সুমন নামের একজনকে আটক করে। তার বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: