ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৬:১১

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় বগুড়ার এক সাবেক ইউপি চেয়ারম্যানকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা পারভীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি, বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউপির সাবেক চেয়ারম্যান জোবাইদুর রহমান কাঠগড়ায় হাজির ছিলেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদী জিয়াউর রহমান।
তিনি জানান, আপত্তিকর ভিডিও প্রচারের অভিযোগে জিয়াউর রহমান বাদী হয়ে জোবাইদুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ চার্জশিট দেওয়ার পর মামরাটি ট্রাইব্যুনালে আসে। সাক্ষ্য আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩টি ধারায় ট্রাইব্যুনাল আসামিকে যথাক্রমে ৩, ২ ও ১ বছর করে মোট ৬ বছরের সশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া প্রত্যেক ধারায় আসামিকে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। সাজা একটার পর একটা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন বিচারক।
আপনার মূল্যবান মতামত দিন: