জেলা পরিষদ নির্বাচন

একই ওয়ার্ডে একই প্রার্থীর দু’রকম ফলাফল

ডেস্ক নিউজ | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২ ১০:২৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

সংগ্রহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডে দুই রকম ফল পাওয়া গেছে। সোমবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে এমন ফল দেখা গেছে। প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকার বিষয়টি স্বীকার করেছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক।

জানা গেছে, সোমবার দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে ৬৮ জন ভোট দেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর ২টা ২০মিনিটে ভোট গণনা শেষ হয়। গণনা শেষে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে আজিজুল ইমাম চৌধুরী চশমা মার্কায় ২১টি, তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল মার্কায় ২৬টি ও দেলোয়ার হোসেন আনারস মার্কায় ২১টি ভোট পান। প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বাক্ষরিত এই ফল ভোটকেন্দ্রের বাইরে টানানো হয়। ফল বিভিন্ন সংবাদকর্মীসহ বিশিষ্টজনদের হাতে চলে যায়। এর কিছুক্ষণ পরেই পূর্বের ফল সরিয়ে একই ব্যক্তি স্বাক্ষরিত আর একটি ফল সেখানে টানানো হয়।

এতে দেখা যায়, আজিজুল ইমাম চৌধুরী চশমা মার্কায় ৩টি, তৈয়ব উদ্দিন চৌধুরী মোটরসাইকেল মার্কায় ১৪টি ও দেলোয়ার হোসেন আনারস মার্কায় ৫০টি ভোট পেয়েছেন। এছাড়া একটি ভোট বাতিল দেখানো হয়েছে।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকার বলেন, ‘পূর্বের টানানো ফল ভুল ছিল। পরবর্তীতে ইভিএম থেকে বের হওয়া ফল সঠিক।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সাজাহান মানিক বলেন, ‘আমার কাছে যে ফল দেওয়া হয়েছে, সেটা ইভিএমের ফল।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top