পোরশায় জাতীয় যুব দিবস পালন

পোরশায় জাতীয় যুব দিবস পালন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ০৭:৪৪; আপডেট: ২ নভেম্বর ২০২২ ০৭:৪৫

“প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব দপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, ইউএনও (ভারপ্রাপ্ত) জাকির হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, মৎস কর্মকর্তা মনিরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার ৫জন যুবক-যুবতীর মাঝে ৩ লক্ষ ৮০ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

#এমএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top