চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো ১৬ জন শিক্ষার্থী
চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলো ১৬ জন শিক্ষার্থী
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৮:৪১; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২২:০৭

গত ২৪ জানুয়ারি সকালে চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনায় ৩ জন নিহত হবার পর একই স্থানে স্কুলগামী একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা লাগলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে প্রি ক্যাডেট স্কুলের ১৬ জন শিক্ষার্থী।
বুধবার সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ায় তাদেরকে হাসপাতালে নেয়া হয়।
জানা গেছে, এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস পৌর এলাকার স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাসের তেল শেষ হওয়ায় গাড়িটি রেল লাইনের ধারেই দাঁড় করিয়ে তেল আনতে যায় ওই গাড়ির চালক।
এসময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামি কমিউটার ট্রেনটি ছেড়ে গেলে হাজিমোড় এলাকায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে মাইক্রোবাসটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এশিয়ান প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার বলেন, স্কুলের মাইক্রোবাসে ১৬ জন শিক্ষার্থী ছিল। তারা সবাই ভিন্ন-ভিন্ন ক্লাসের শিক্ষার্থী। কারও ক্ষতি হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ছাবের আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছ কাউকে আহত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার শহিদুল আলম বলেন, দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি স্কুলের মাইক্রোবাস। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মাইক্রোবাসের ক্ষতি হয়েছে।
#এমএস
আপনার মূল্যবান মতামত দিন: