মেশিন চাপায় আখের রস বিক্রেতার মৃত্যু

ডেস্ক নিউজ | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ১১:৫৪; আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৬:৪২

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে আখের রস বিক্রি করতে যাওয়ার সময় রাস্তায় ডিস লাইনের তার বেঁধে ভ্যানগাড়ি উল্টে যায়। এতে রস তৈরির মেশিন চাপায় এক আখের রস বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ইসলাম আকন্দ (৫৫) উপজেলার চকমনু আকন্দপাড়া গ্রামের মৃত জবির আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে আখের রস বিক্রি করার উদ্দেশ্যে নিজের ভ্যানগাড়ি নিয়ে উপজেলার বিলকৃষ্ণপুর বাজারে যাচ্ছিলেন ইসলাম আকন্দ। এ সময় বেলঘরিয়া-বিলকৃষ্ণপুর রাস্তার বেলঘড়িয়া স্কুল মোড় এলাকায় পৌঁছালে ডিস লাইনের তার ভ্যানগাড়িতে বেঁধে ভ্যানগাড়িটি উল্টে পড়ে। এতে ভ্যানে থাকা আখের রস মাড়াই মেশিন ইসলামের বুকে চাপা পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে ইসলাম আকন্দ মারা যান।

 সূত্র : যুগান্তর। 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top