মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৭
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ জুলাই ২০২৩ ২২:১৮; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:৫৩
-2023-07-20-16-17-52.jpg)
সিলেটের কোম্পানীগঞ্জ সড়কে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত চারজন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের খগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে।
তাঁরা হলেন মো. ইদ্রিস আলী (৪০), কাজী মাওলানা আমির উদ্দিন (৫০), মো. কালন মিয়া (৩০) ও তাহের। নিহত তাহের মাইক্রোবাসের চালক। তাঁর বাড়ি ঢাকার রায়ের বাজারে। নিহত বাকি তিনজনের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায়।
এর মধ্যে মো. কালন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং কাজী মাওলানা আমির উদ্দিন একই ইউনিয়নের কালিবাড়ি গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে। তিনি কোম্পানীগঞ্জের পারোয়া-আনোয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। নিহত সাতজনের মধ্যে ছয়জন অটোরিকশার যাত্রী। নিহত অপরজন মাইক্রোবাসের চালক।
নিহতের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় সব মিলে সাতজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খগাইল এলাকায় হিন্দ্রগাঁও পিয়াইনগুল কলিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। সিলেট অভিমুখী সিএনজিচালিত অটোরিকশা বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছা মাত্র ভোলাগঞ্জমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
মাইক্রোবাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশে খালে পড়ে যায়। এই ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: