‘রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, জনদুর্ভোগ করলে প্রতিহত করা হবে’
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩ ০৪:৫৫; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:১০
-2023-07-29-22-55-29.jpg)
রাজনৈতিক কর্মসূচিতে বাধা নেই, তবে জনদুর্ভোগ করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পুলিশের আহত সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সব সময় বলে আসছি, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু যখনই তারা জনগণের দুর্ভোগ করবে, জানমালের ক্ষতি করবে, আহত করবে, হত্যার চেষ্টা করবে, গাড়ি ভাঙচুর করবে—সেটি পুলিশ ও নিরাপত্তা বাহিনী প্রতিহত করবে। তাদের ওপর যে অর্পিত দায়িত্ব, সেটা তারা পালন করবে।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘আমরা সবসময় দেখেছি পুলিশ কখনও তাদের দায়িত্ব পালন করতে গিয়ে পেছনে ফেরে না। নিহত হবে নাকি আহত হবে, এসব বিষয়ে পুলিশ ভাবে না। জঙ্গি দমন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা তা দেখেছি। আজও পুলিশ বীরত্বের সঙ্গে সন্ত্রাস মোকাবিলা করেছে।’
বিএনপির একজন নেতার অগ্নিসংযোগ করার নির্দেশ দেওয়ার অডিও তার হাতে এসেছে বলেও দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেই নিপুণ রায়ের (ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক) ফেসবুকে একটি অডিও শুনলাম। তিনি বলছেন-তোমরা আগুন ধরাও, এগুলো আমাদের জায়গামতো দেখাতে হবে।’
আপনার মূল্যবান মতামত দিন: