নগরীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩ ০০:১১; আপডেট: ৩ আগস্ট ২০২৩ ০০:১১

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। রামেক হাসপাতালের তথ্যমতে, বুধবার সকাল ৯টা পর্যন্ত ৬৯ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতালে ভর্তি আছেন।

এর মধ্যে স্থানীয়ভাবে আক্রান্ত ৩৪ জন। বাকিরা ঢাকায় আক্রান্ত হয়ে রাজশাহী এসেছেন। এদিকে রোগী বেড়ে যাওয়ায় ডেঙ্গু ইউনিটের বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েন ১৬ জন। এখন পর্যন্ত ৩৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন একজন।

আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৬৫ জন। এদের মধ্যে চিকিৎসা নেয়া রোগিদের মধ্যে ১০৪ জনই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে মশা নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top