তাহেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৩ ১৭:১৬; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০১:১২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর কারণে পুলিশের উপপরিদর্শককে (এসআই) জিলালুর রহমান কে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান তাকে বাগমারার তাহেরপুর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। তথ্য মতে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ। গত ২৭ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর ঢাকা থেকে রাজশাহী আসেন আবুল কালাম আজাদ। এরপর পৌর আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তখন এক এক এসআইকে সঙ্গে নিয়ে গিয়ে আবুল কালাম আজাদকে শুভেচ্ছা জানান পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিলালুর রহমানও। এই ছবি শুক্রবার ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে এলে পরদিন শনিবারই তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: