গোদাগাড়ীতে অবরোধের সমর্থনে জামাতের মিছিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১০:৪৯; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০০:২০

সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দল এবং জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে গোদাগাড়ীতে মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলা শাখা।
আজ রোববার অবরোধ চলাকালে প্রধান অতিথি হিসেবে পথ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোদাগাড়ী উপজেলার আমীর মাস্টার নোমায়ন আলী এবং কাকন পৌর আমির নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মাস্টার নোমায়ন আলী তার বক্তব্যে বলেন, এই দাবেদার সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। বর্তমান সরকার ক্ষমতা না ছাড়লে তার জন্য কঠিন পরিনতি অপেক্ষা করছে।
এসময় নেতৃবৃন্দ আমীরে জামাতসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দেয়ার অহ্বান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: