তাহেরীর গাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ১১:২৩; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৯:২৩

ছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের দ্বারা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের উঠেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের গঙ্গামণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন তাহেরী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন। ৯ মিনিট ধরে চলা লাইভে তিনি এমন অভিযোগ জানান।

ওই লাইভে তাহেরী বলেন, এ নিয়ে আমার গাড়ি ২৩ বার ভাঙচুর করা হয়েছে। এর আগে এ বিষয়ে কখনো লাইভে আসেনি। এবার লাইভে আসতে বাধ্য হলাম।

তাহেরী আরও বলেন, আমার মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে সেখানে যেতে না পারি সেজন্য দুর্বৃত্তরা আমার গাড়ি ভাঙচুর করেছে। গাড়ির যদি গ্লাসগুলো ভেঙ্গে দিত দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভেঙে ভেতরের বাল্বগুলোও খুলে নিয়েছে। হাতুড়ি দিয়ে গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, আমি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামন্ডল এলাকায় একটি মাহফিল করছিলাম। সেখানে প্রোগ্রাম শেষ করে এসে দেখি আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। ধারণা করছি, আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

তিনি আরও বলেন, যুগ যুগ ধরে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্চিত হয়েছেন। এ ধরনের ঘটনা নতুন নয়। যারা এ কাজ করেছে আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম আতিক উল্লাহ বলেন, বিষয়টি কেউ আমাদের জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top