রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২৪ ২৩:৪৩; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৭:২২
-2024-01-26-23-42-56.jpg)
রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে শহরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের কর নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর ধার্যের বিষয়টি বেশ প্রাচীন। সভ্যতার আদি থেকে এর সম্পর্ক। প্রাচীনকালে কর ধার্যের কারণটা ছিল রাজ পরিবার, রাজ কর্মচারী এবং ভৌগোলিক সীমানা সুরক্ষার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের বেতন ভাতা যোগান দেওয়া। কর ব্যবস্থার সবচেয়ে বড় পরিবর্তন সাধিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে।
রাজশাহীর কাস্টমসের কমিশনার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবুল ওয়াহেদ।
আপনার মূল্যবান মতামত দিন: